প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১ ১৫:৩৬

বগুড়া সরিফা ট্রেড সেন্টারের উন্নয়নে যৌথ সভা

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া সরিফা ট্রেড সেন্টারের উন্নয়নে যৌথ সভা

বগুড়া সরিফা ট্রেড সেন্টারের (সাবেক দেলওয়ারা সেখ সরিফ উদ্দিন সুপার মার্কেট ও সাবেক আলতাব আলী মার্কেট) উন্নয়নে সকল পজিশন গ্রহীতা ও ভাড়াটিয়া ব্যবসায়ীদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার রাত ৮ টায় সরিফা ট্রেড সেন্টারের ৫ম তলায় প্রবীন ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরিফা ট্রেড সেন্টারের স্বত্ত্বাধিকারী নারী উদ্যোক্তা আকিলা সরিফা সুলতানা খানম।

আরো বক্তব্য রাখেন সরিফা ট্রেড সেন্টারের পরিচালক ও ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি,সাধারন সম্পাদক হাসান হামিদুর রহমান রাজু,ব্যবসায়ী নেতা ও পজিশন গ্রহীতা নূরুল ইসলাম নূরু,রাশেদ খন্দকার চপল,সায়দুর রহমান বাবু, খোরশেদ আলম, আব্দুর রাজ্জাক পিন্টু,আছিয়া খাতুন,তহিদুল ইসলাম রুমন,রবি কুমার সরকার,ফরহাদ হোসেন,মোহাম্মদ ঈসা,অ্যান্থনী,সুলতান মাহমুদ, রাশেদ, মাসুম, রফিকুল ইসলাম, শাহাদৎ হোসেন, কাজল, আজাদ, রিয়াল, শহীদ, পাচুন ঘোষ,আনন্দ কুমার, আব্দুর রহিম, তামজিদ আলম দিপু, আঃছামেদ, ফজলুল হক, বাবুল প্রাং, দুলাল ঘোষ, আবু জিহাদ, রবিউল আলম মোহন, মোস্তাফিজার রহমান, আলমগীর হোসেন, মাছুম, আজিজুল হক, সোহেল,আতাউর রহমান, পারভেজ, উৎপল, সুজন মেহেদী, জুয়েল শেখ, জিয়াউল হক, শহিদুল ইসলাম শহীদ, আ:রাজ্জাক, মিজানুর রহমান, তারিকুল ইসলাম, কমল খন্দকার, ইমরান, লিটন, মিলন, রুবেল, আইনুল হক, অজিত গুপ্ত, শাহজালাল, রাশেদ খন্দকার, আসাদুর রহমান প্রমুখ।

সভায় মার্কেটের সার্বিক উন্নয়ন,পজিশন গ্রহীতা ও ভাড়াটিয়াদের মধ্যে পারস্পারিক সম্পর্ক জোরদারসহ বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 

উপরে