প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১ ২১:৪৬

নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মদিন উদযাপনে কর্মসূচি গ্রহণ

ষ্টাফ রিপোর্টার
নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মদিন উদযাপনে কর্মসূচি গ্রহণ

জাতীয় শোকদিবস পালন এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মদিন উদযাপন উপলে বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়া থিয়েটারের আয়োজনে ও কলেজ থিয়েটারের সার্বিক সহযোগিতায় পালিত হচ্ছে ৭ দিনের ধারাবাহিক বিভিন্ন আয়োজন। আয়োজনের চতুর্থদিনে  ১৮ আগষ্ট, বুধবার, সন্ধ্যা ৬ টায় নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বালন ও পুষ্পমাল্য অর্পণ করা হবে।

আয়োজনে সেমিনার পত্র পাঠ করবেন সরকারি মজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্য  ডঃ বেলাল হোসেন। এছাড়াও নাটকের গান, কিত্তনখোলা ও বাসন নাটকের অংশবিশেষ অভিনয়, শকুন্তলা নাটকের পাঠ অভিনয়, নাট্যাচার্য রচিত গান ও কবিতা উপস্থাপনের মাধ্যমে স্মরণ করা হবে নাট্যাচার্য সেলিম আল দীনকে। আগামী ১৯ আগষ্ট  ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান, ২০ আগষ্ট, শুক্রবার বগুড়ায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের সেবাকেন্দ্র উদ্বোধন এবং ২১ আগষ্ট, শনিবার সারিয়াকান্দি উপজেলার যমুনার মানিকদাইড় চরে গ্রাম থিয়েটারের সেবাকেন্দ্র পরিচালনা ও মানুষের মাঝে করোনা সচেতনতা সৃষ্টির লে কলেজ থিয়েটারের নাটক নিদানকাল মঞ্চায়ন করে সাতদিন ব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা  করা হবে।

উপরে