প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১ ১৫:৩৭

কাহালুর মালঞ্চার শহরগাড়ী পাল্লাপাড়া ফেরকানিয়া মাদ্রাসায় চারাগাছ রোপন

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুর মালঞ্চার শহরগাড়ী পাল্লাপাড়া ফেরকানিয়া মাদ্রাসায়  চারাগাছ রোপন

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই, এই শ্লোগানকে সামনে রেখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেনের বরাদ্দকৃত চারাগাছ কাহালুর মালঞ্চা ইউনিয়নের শহরগাড়ী পাল্লাপাড়া মরহুম কলিম উদ্দিন ফেরকানিয়া মাদ্রাসা মাঠে রোপন ও ছাত্র/ছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়।

উক্ত চারাগাছ রোপন ও বিতরণ করেন বগুড়া জেলা ছাত্রদলের সদস্য রাকিব ইমতিয়াজ শাওন ও মালঞ্চা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন শহরগাড়ী পাল্লাপাড়া মরহুম কলিম উদ্দিন ফেরকানিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ সহ অত্র গ্রামের গণমান্য ব্যক্তিবর্গ। 

 

উপরে