প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১ ১৭:০১

আত্রাইয়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
আত্রাইয়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে এবং পরে তা পুরিয়ে ছাই করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আহসানগঞ্জ হাটে মৎস আইন বাস্তবায়নে অভিযান চালানো হয়। 

অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জালগুলো সরকার নিষিদ্ধ হওয়ায় জন সম্মুখে পুরিয়ে ছাই করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। সেইসাথে মাস্ক না পড়ার দায়ে ছয়জন পথচারিকে জরিমানা করেন তিনি। এসময় উপজেলা মৎস অফিসার পলাশ চন্দ্র দেবনাথ ও আত্রাই থানা পুলিশ  উপস্থিত ছিলেন।

জানা যায়, কয়েক দিনের ভারি বর্ষণ ও উজানের পানি নেমে আসায় নদী-নালা খাল-বিলে পানি বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধির সুবাদে উপজেলার হাট-বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। গ্রাম গঞ্জের মানুষ ওই জাল ক্রয় করে তাদের মাঠের পানিতে মাছ ধরতে শুরু করেন। জালগুলো অত্যাধুনিক হওয়ায় ছোট-বড় সকল জাতের মাছ ধরা পরায় পরবর্তীতে মাছের সংকট দেখা দেয়। যার দরুন সরকার মৎস আইনে কারেন্ট জালগুলো অবৈধ ঘোষণা করেন। 

উপরে