নন্দীগ্রামে চাকলমা বাজারে ৪টি দোকানে অগ্নিকান্ডে ৪০ লক্ষ টাকা ক্ষতি
বগুড়ার নন্দীগ্রামে চাকলমা বাজারে ৪টি দোকানে অগ্নিকান্ডে ৪০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। প্রাপ্ত তথ্য জানা গেছে, গত বুধবার রাত আনুমানিক ১টার সময় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা বাজারে ভাই ভাই ট্রেডার্স প্রোপাইটর মো: আলহাজ্ব আশরাফ আলীর সার কীটনাশক ও মুদি দোকান এবং স্বপনের সেলুনের দোকান সহ মোট ৪টি দোকান পূর্ব শত্রতার জের ধরে কে বা কাহারা আগুন লাগিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরলে স্থানীয় লোকজন ছুটে আসে এবং ফায়ার সার্ভিস ও পুলিশ কে খবর দেয়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে ভাই ভাই ট্রেডার্স প্রোপাইটর মো: আলহাজ্ব আশরাফ আলী জানান, আমার ৩টি দোকানে অগ্নিকান্ডে আনুমানিক ৩৯ লক্ষ টাকা ক্ষতি হয়েছে এবং স্বপন চন্দ্র জানান আমার সেলুনে ১লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এবিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভীর আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি