প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১ ২২:২২

বগুড়ায় র‌্যাবের অভিযানে সরিফ বিড়ির ম্যানেজার ও হিসাব রক্ষক গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় র‌্যাবের অভিযানে সরিফ বিড়ির ম্যানেজার ও হিসাব রক্ষক গ্রেফতার

র‌্যাব -১২ বগুড়া  ক্যাম্পের সদস্যরা  বগুড়া শহরের  কাটনারপাড়া সরিফ বিড়ি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল বিক্রির অভিযোগে  ফ্যাক্টরীর ম্যানেজার আব্দুল  ওয়াহাব (৬০)সহ ২ জনকে গ্রেফতার করেছে। ওয়াহাব বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার মৃত ইস্রাফিল ফকিরের ছেলে ও ওই ফ্যাক্টারির হিসাব রক্ষক লালমনিরহাটের আদিতমারি এলাকারা সরল খাঁ গ্রামের  মৃত আবুল হোসেনের ছেলে ।সে বর্তমান বগুড়া শহরের চারামাথা ভবের বাজার এলাকার সরিফ বিড়ি মালিকের  ভাড়াটিয়া।র‌্যাব জানায়,গত শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ম্যানেজার ও হিসাব রক্ষককে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১৭ হাজার  ২৪০ প্যাকেট বিড়ি, ৫ লাখ টাকা মুল্যের ৬০ হাজার  অনুমোদিত সরকারী ব্যান্ডরোল,২ টি মোবাইলসেট ও নগদ ২৮ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল পুনরায় ব্যবহার করে বিড়ি তৈরী করে আসছিল।মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ বলেন, আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ বলেন, আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

উপরে