প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১ ২২:২৪

শাজাহানপুরে ২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার
শাজাহানপুরে ২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা

শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে বগুড়ার  আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে  উপজেলা আওয়ামীলীগের  দলীয় কার্যালয়  এ সভায় অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি  দিলীপ কুমার চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের  চেয়ারম্যান ও জেলা আওয়লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তালিবুল ইসলামের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে উপস্থিত  ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক মাস্টার, অধ্যাপক জহুরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু, ফরিদুল ইসলাম মুক্তা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন বাবলু,ফজলুল হক, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইমরান হোসেন,উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলী ইমাম ইনোকী,সাধারণ সম্পাদক
(ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হক জুয়েল,উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু,সাধারণ সম্পাদক মিন্টু মিয়া,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন,অর্থ বিষয়ক সম্পাদক এস এম বাকী বিল্লাহ,উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ ঠান্ডা সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ছান্নু বলেন,২০০৪ সালের ২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টা ও আইভী রহমানসহ আওয়ামী লীগের বহু নেতাকর্মী হত‍্যার পরিকল্পনাকারী সহ সকল খুনিদের  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
আলোচনা সভায়  গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং  দোয়া কামনা করা হয়।

উপরে