প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক
ফেনীতে সোহেল (৩৫) নামে দুবাই প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্ত্রী শিউলী আক্তারকে (৩০) আটক করেছে র্যাব। শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালান র্যাব সদস্যরা। এ সময় নারায়ণকরা মাদরাসা এলাকার ছুট্টু মিয়ার বাড়ি থেকে স্বামী হত্যা মামলার আসামি শিউলী আক্তারকে দুই সন্তানসহ আটক করা হয়।
পুলিশ জানায়, এর আগে শুক্রবার সকালে ফেনী শহরের নাজির রোড এলাকার চৌধুরী সুলতানা ভবনের ষষ্ঠ তলার বাসা থেকে সোহেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন রাত ১টার দিকে দারোয়ানকে তার বাবা মারা গেছেন জানিয়ে দুই সন্তান নিয়ে ওই বাড়ি থেকে পালিয়ে যান শিউলী।
সংশ্লিষ্ট সংবাদ: সারাদেশ
১৩ মে, ২০১৯
১০ জুন, ২০১৯
১৫ জুন, ২০১৯
১৯ জুন, ২০১৯

অনলাইন ডেস্ক