প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১ ২২:৩৭

করোনাকালীন সময়ে দেশের এই ক্রান্তিকালে সকলকেই এগিয়ে আসতে হবে: বগুড়া জেলা প্রশাসক

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
করোনাকালীন সময়ে দেশের এই ক্রান্তিকালে সকলকেই এগিয়ে আসতে হবে: বগুড়া জেলা প্রশাসক

বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক বলেছেন, করোনাকালীন সময়ে দেশের এই ক্রান্তিকালে সকলকেই মানবিকভাবে এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি এবং বেসরকারি সকল সংস্থার নিজ নিজ অবস্থান থেকে সামান্য আন্তরিক সহযোগিতাও বৃহৎ একটি ইতিবাচক পরিবর্তন বয়ে আনতে পারে।

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি বগুড়া জেলা শাখার আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। সমিতির সভাপতি রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতির পিতার স্মরণে এই ক্রান্তিকালে মানবিক এই উদ্যোগ নেওয়ার জন্যে জেলা প্রশাসক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি বগুড়া জেলা শাখা কে ধন্যবাদ জানান এবং উক্ত সমিতির মতোই তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সার্বিক এই আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন বিসিডিএস বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজার রহমান (মোস্তাক)। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মশিউল আলম, সহ-সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, বাদল কুন্ডু, আতোয়ার রহমান, মুনছুর, কাউছার, সবুজ, বাবলু, আতিকুর রহমান, জাহিদুল ইসলাম, মতি, ফারুক, রাজ্জাক, সাবু, সমিতির সচিব হাসান শহীদ প্রমুখ।

উপরে