প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১ ১৪:০৬

ব্রিজ-এমএফআই ও স্মার্ট কর্পোরেট ক্লিনিকের মধ্যে ওপিডি স্বাস্থ্যসেবা চুক্তি

প্রেস বিজ্ঞপ্তি
ব্রিজ-এমএফআই ও স্মার্ট কর্পোরেট ক্লিনিকের মধ্যে ওপিডি স্বাস্থ্যসেবা চুক্তি

করোনাকালে আমার স্বাস্থ্যআমার সুরক্ষার আওতায় কর্পোরেট/প্রতিষ্ঠানের কর্মী ও সদস্যদের প্রতিষ্ঠানে/বাড়িতে রেখেই আন্তর্জাতিকমানের  ওপিডি স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে ব্রিজ-এমএফআই এবং স্মার্ট কর্পোরেট ক্লিনিকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে ব্রিজ-এমএফআই এর কর্মী ও ১৫হাজার সদস্য তাদের প্রধান/শাখা কার্যালয় থেকেই স্মার্ট কর্পোরেট ক্লিনিকের মেডিকেল টিমের মাধ্যমে ইসিজিসহ বিভিন্ন রকমের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। কর্মী/সদস্য ও তাদের পরিবারের প্রত্যেক সদস্য সারা বছর ধরে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসকের পরামর্শ সেবাও গ্রহন করতে পারবেন চেম্বার ও টেলিমেডিসিন পরামর্শের মাধ্যমে।

ব্রিজ-এমএফআই এর প্রতি ৬০০০ কর্মী ও সদস্যের জন্য স্মার্ট কর্পোরেট ক্লিনিক তাদের পেরোলে একজন মেডিকেল অফিসার ও একজন প্যারামেডিক/টেকনিশিয়ান নিয়োগ প্রদান করছে ওপিডি স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিজ-এমএফআই প্রতিষ্ঠাতা নির্বাহী জনাব জহুরুল হক ও ক্রেডিট সমন্বয়কারী  জনাব মাক্সুদুল আলম এবং স্মার্ট কর্পোরেট ক্লিনিকের পক্ষ থেকে অলোক কুমার বিশ্বাস ।

উপরে