প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১ ২২:২৯

শিবগঞ্জে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পষিদের আয়োজনে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় ও শোক দিবসের (কালো) পতাকা অর্ধনিমিত কালো ব্যাচ ধারণ আলোচনা সভা সরকারি বিধি নিষেধ মেনে শোক র‌্যালী, বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়েছে। কর্মসূচী শেষে ময়দানহাট্টা আওয়ামীলীগ দলীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম রূপমের সভাপতিত্বে তার বাসভবন চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিন্টু, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক শাহিনুর আলম মাষ্টার, উপজেলা আওয়ামীলীগ সদস্য জাহাঙ্গীর হায়দার রিজু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা দৌলতুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সাধারণ সম্পাদক নবাব আলী, ইউনিয়ন যুবলীগ নেতা ডা: মলয় চন্দ্র, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ছাদ্দাম হোসেন। অনুষ্ঠানে সভাপতির বক্তেব্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম রূপম বলেন, বিগত সরকারের আমলে ময়দানহাট্টা ইউনিয়ন একটি অবহেলিত এলাকা হিসেবে পরিচিত ছিল। যোগাযোগ ব্যবস্থা বলতে কিছুই ছিল না। আমতলী থেকে পানিতলা পর্যন্ত এক মাত্র রাস্তা সেটিও ছিল যোগাযোগের অনুপযোগী। এর পর সরকারের পরিবর্তন হলেও বিএনপি জামায়াত জোটের আমলে সীমাহীন দুর্নীতির ফলে চোখে পড়ার মত কোন উন্নয়ন হয়নি। পক্ষান্তরে ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার গঠন করার পর দলীয় চেয়ারম্যান না থাকলেও এ অবহেলিত এলাকায় উন্নয়নের ছোয়া লাগতে থাকে। এর ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ৩য় বারের মত তার দল ক্ষমতায় আসার পর আমি চেয়ারম্যান নির্বাচিত হই। এলাকাবাসী আমাকে বিপুল ভোটে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন। আমি নির্বাচিত হবার পর সরকারের উচ্চ পর্যায় এবং স্থানীয় সংসদ সদস্যর সহযোগীতায় এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির সহ তৃণমূল পর্যায়ে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছি। এখন আর ময়দানহাট্টা বাসিকে যোগাযোগের ক্ষেত্রে কোন ভুগান্তিতে পড়তে হয়না। সকল গুরুত্ব সড়ক এখন পাকাকরণ করা হয়েছে। সেই সাথে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে স্কুল-কলেজকে বহুতল ভবনে রূপান্তরিত করা হয়েছে। গ্রামকে শহরের রূপান্তরিত করার ধারাবাহিকতায় আজ ময়দানহাট্টার ব্যাপক পরিবর্তন হয়েছে। এখন ময়দানহাট্টা বন্দর উপজেলার বন্দরের চেয়ে ব্যবসা-বানিজ্যে কোন অংশে পিছিয়ে নেই। তা শুধু সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামকে শহরে রূপান্তরিত করার উন্নয়নের পরিকল্পনার মাধ্যমে। বাংলাদেশে আজ গরীব দেশ থেকে মধ্যম আয়ের উন্নতশীল দেশের পরিনীত হয়েছে। এই ধারাবাহিকতাকে ধরে রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। সেই লক্ষ্যে তৃণমূল পর্যায়ে দলীয় মনোনিত প্রার্থীকে নির্বাচিত করতে হবে। আমি আপনার সবার সহযোগিতায় আবারও নির্বাচিত হয়ে এলাকার অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলি সমাপ্ত করতে চাই। আলোচনা সভা শেষে প্রায় ৮ সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মিলাত মাহফিল, দোয়া খায়ের শেষে সকল নেতাকর্মী ও এলাকার দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়।

উপরে