প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১ ১৫:৫৬

বগুড়ায় ৩৯ কেজি গাঁজাসহ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

অনলাইন ডেস্ক
বগুড়ায় ৩৯ কেজি গাঁজাসহ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

বগুড়ায় আলুবোঝাই ট্রাক থেকে ৩৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব সদস্যরা।

বৃহস্পতিবার ভোররাতে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নুসরত নাখেন্দা এলাকার আফজাল হোসেনের ছেলে আব্দুল মোতালেব ওরফে সাদ্দাম(২৩) এবং পিকআপ চালক ও নীলের কুঠি এলাকার হোসেনের ছেলে হযরত আলী(৪০)।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে লালমনিরহাট-নাটোর অভিমুখে পিকআপের মাধ্যমে একটি বড় মাদকের চালান নাটোরে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল বগুড়ার শাজাহানপুর থানাধীন বীরগ্রাম বাজার এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী চেকপোষ্ট স্থাপন করে। সেখানে ৩৯ কেজি গাঁজা, ১ টি পিকআপ ২টি মোবাইল, ৩ টি সীমকার্ড, নগদ টাকা এবং পিকআপে থাকা ৩৩ বস্তা আলুসহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

উপরে