প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১ ১০:০২

মাগুরায় সাপের কামড়ে দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
মাগুরায় সাপের কামড়ে দুই শিশুর মৃত্যু

মাগুরায় ঘুমের মধ্যে সাপের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সদর উপজেলার বাহারবাগ ও বেড়আকছি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- উপজেলার বাহারবাগ গ্রামের জামাল মোল্যার ছেলে নাহিদ (১২) ও একই উপজেলার বেড়আকছি গ্রামের জাকির মোল্যার ৬ মাস বয়সী মেয়ে রোজা ইসলাম

নাহিদের মামা নেখেরুল ইসলাম বলেন, ঘুমের মধ্যে একটি বিষধর সাপ কামড়ে দিলে নাহিদ চিৎকার করে ওঠে। এ সময় পরিবারের সদস্যরা স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথে নাহিদের মৃত্যু হয়।

অন্যদিকে রোজা ইসলামের চাচা সফিকুল ইসলাম বলেন, মেয়ে নিয়ে ভাবি ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় একটি সাপ আমার ভাতিজিকে কামড় দিয়ে চলে যায়। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রফিকুল আহসান বলেন, সাপে কামড়ে আহত দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এদের মধ্যে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুনেছি পথে তার মৃত্যু হয়েছে। অপরজন হাসপাতালে মারা যান।

 

উপরে