প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১ ১৬:১৩

সারিয়াকান্দি'র কামালপুর বন্যা নিয়ন্ত্রণ মানবিক বেড়ীবাঁধ পরিদর্শন করলেন-এমপি সাহাদারা মান্নান

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
সারিয়াকান্দি'র কামালপুর বন্যা নিয়ন্ত্রণ মানবিক বেড়ীবাঁধ পরিদর্শন করলেন-এমপি সাহাদারা মান্নান

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে সাম্প্রতিক বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।উপজেলার কামালপুর ইউনিয়নের রৌহাদহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুর্ব অংশের ৪-৫টি গ্রামের প্রায় ৩ হাজার হেক্টর ফসলি জমি এবং ১২-১৩ হাজার মানুষ পানি বন্দি হয়ে পরেন। এবার বন্যার পানি বাড়ার সাথে সাথেই বগুড়া-১ আসনের সংসদ সদস্য জনাব সাহাদারা মান্নান এমপির আর্থিক সহায়তায় রৌহাদহ, ফকিরপাড়া,কামালপুর, ইছামারা ও হাওড়াখালীর আংশিক এলাকার মানুষের স্ব-উদ্যোগে রৌহাদহ থেকে কামালপুর টিটুর মোড় পর্যন্ত মানবিক বেড়ীবাঁধ নির্মাণ করা হয়েছে। এর ফলে পানি বন্দি থেকে মুক্তি পেয়েছে ফসলি জমি এবং কয়েক গ্রামের মানুষেরা। 

 
২৭ আগষ্ট রোজ শুক্রবার বিকাল ৪টার দিকে মানবিক বেড়ী বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য জনাব সাহাদারা মান্নান। 
পরিদর্শন শেষে রৌহাদহ বাঁধের উপরে কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা রবিউল ইসলাম আপেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য জনাব সাহাদারা মান্নান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাংসদ পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সহ-সভাপতি অধ্যক্ষ ছাদত হোসেন, সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিউর রহমান মতি, কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদাইদুল ইসলাম, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল হাসান হেলাল। অনুষ্ঠান টি পরিচালনা করেন, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক মাইনুল হাসান মজনু। এসময় উপজেলা, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ পানি বন্দি থেকে মুক্তি পাওয়া এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। 
উপরে