প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১ ১৬:২৩

ঐতিহাসিক প্রত্নতাত্বিক নিদর্শন ভাসু বিহার পরিদর্শনে বগুড়া জেলা পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক প্রত্নতাত্বিক নিদর্শন ভাসু বিহার পরিদর্শনে বগুড়া জেলা পুলিশ সুপার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের হাজার বছরের ইতিহাস ঐতিহাসিক প্রত্নতাত্বিক নিদর্শন ভাসু বিহার শনিবার পরিদর্শন করেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। আড়াই হাজার বছরের প্রাচীন বৌদ্ধ ধর্মের যাযক ভগবান গৌতম বুদ্ধের ধর্ম উপসনালয় ভাসু বিহার। বিশ্বের বৌদ্ধ ধর্মের যাজক  (বৌদ্ধ  ধর্মে শিক্ষা গ্রহণকারী ধর্মীয় অনুসারীরা) বৌদ্ধ ধর্মে শিক্ষা গ্রহণ করে ধর্ম প্রচারের উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে গমন করতেন। এই ধর্মীয় উপসনালয়ে রয়েছে ৩৬ কক্ষ বিশিষ্ট শিক্ষা কেন্দ্র। সেই সঙ্গে রয়েছে রন্ধন শালা, প্রাসাদ, কূপ সহ বিভিন্ন প্রত্নতাত্বিক নিদর্শন।

ঐতিহাসিক প্রত্নতাত্বিক নিদর্শন ভাসু বিহার পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল তানভীর আহম্মেদ, বিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিদুল ইসলাম, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, মোকামতলা ট্রাফিক ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল করিম রেজা, শিবগঞ্জ থানা উপ-পুলিশ পরিদর্শক ও বিহার ইউনিয়ন পরিষদ দায়িত্ব প্রাপ্ত বীট অফিসার  রুম্মান হাসান প্রমুখ। 

 

উপরে