প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১ ১৪:৩৬

ধর্ম-বর্ণ গোত্র নির্বিশেষে মানবতাকে জাগ্রত করতে হবে:লাখিন

প্রেস বিজ্ঞপ্তি
ধর্ম-বর্ণ গোত্র নির্বিশেষে মানবতাকে জাগ্রত করতে হবে:লাখিন

সবুজ স্বপ্ন ফাউন্ডেশন ও ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান খায়রুল আলম লাখিন বলেছেন, ধর্ম-বর্ণ, গোত্র নির্বিশেষে মানবতাকে জাগ্রত করতে হবে। সৃষ্টির সেরা জীব মানুষকে ভালোবাসতে হলে তাদের সুখে-দুখে পাশে দাঁড়াতে হবে। দেশের একই স্তন্যো লালিত সন্তানদের রয়েছে সমান অধিকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শোকের মাসে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আমাদের প্রত্যেককেরই উচিত সমাজের দুস্থদের পাশে দাঁড়ানো। 

গতকাল শনিবার বগুড়া শহরের আলোর মেলা স্কুল মাঠে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।  

একই সাথে সরকারের সাথে একাত্মতা ঘোষনার জন্য অবৈতনিক প্রি-প্রাইমারি স্কুল কার্যক্রম শুরু করেছে সবুজ স্বপ্ন ফাউন্ডেশন।  সবুজ স্বপ্ন স্বেচ্ছাসেবী ৩নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এ অবৈতনিক শিক্ষা কার্যক্রমের স্কুল উদ্বোধন করা হয়।

শিক্ষার্থীদের শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার নিমিত্তে শিক্ষা কার্যক্রম চলমান রাখার নিমিত্তে বগুড়ায় সবুজ স্বপ্ন ফাইন্ডেশন পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে সবার জন্য শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে অবৈতনিক প্রি-প্রাইমারি স্কুল স্থাপনের উদ্যোগ গ্রহন করেছে। যা শিক্ষিত জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখবে। 

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোবায়দা বেগম, ফারুক সাখিনা শিখা, ফরহাদুল বারি, রফিকুল ইসলাম, মাসুদ, আইরুল শেখ, তৌফিকসহ ৩নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উপরে