প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১ ১৫:৪৩

পঞ্চগড় হত দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণের উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় হত দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণের উদ্বোধন

পঞ্চগড়ে ৫২ জন হত দরিদ্র নারীকে দুই মাস মেয়াদী প্রশিক্ষণ শেষে তাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ শুরু হয়েছে। পঞ্চগড় সদর উপজেলা পরিষদের অর্থায়নে হাড়িভাসা ইউনিয়নের নিশা-নাইস যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে এসকল সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে।

রোববার দুপুরে সেলাই মেশিন বিতরণ উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক। এসময় দুইজন হত দরিদ্র নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেয়া হয়। বাকিদেরও পর্যায়ক্রমে সেলাই মেশিন প্রদান করা হবে। বিশিষ্ট সমাজসেবক সেমাউল আলম জার্মানের সভাপতিত্বে ও নিশা-নাইস যুব উন্নয়ন সংস্থার সভাপতি শাহ আলম প্রধানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন হাড়িভাসা ইউপি’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক ইসমাইল হোসেন প্রধান, পল্লী চিকিৎসক কদম আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসিবুল ইসলাম প্রমূখ। 

 

উপরে