শিবগঞ্জে আর্সেনিক মুক্ত পানি সরবরাহের লক্ষ্যে কর্মশালা

বগুড়ার শিবগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে আর্সেনিক মুক্ত পানি সরবরাহ প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপী এক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
রবিবার বানাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। উদ্বোধন শেষে কর্মশালা বিষয়ক এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার জাহানারা খাতুন, সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী রুহুল আমিন প্রমুখ।