প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১ ২৩:২১

গাবতলীতে মাদক দ্রব্য পান করায় যুবকের ৬মাসের জেল

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে মাদক দ্রব্য পান করায় যুবকের ৬মাসের জেল

বগুড়ার গাবতলীতে মাদক দ্রব্য সেবন বা পান করার অভিযোগে লিখন নুর নবী (২৪) কে রোববার ভ্রাম্যমান আদালত ৬মাসের সাজা দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

সাজাপ্রাপ্ত লিখন নুর নবী উপজেলার সোন্দাবাড়ী গ্রামের আব্দুল মালেকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান থানার পুলিশ সদস্যদের নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ তাকে গ্রেফতার করে নিয়ে আসেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শুনানীন্তে স্বাক্ষ্য প্রমানে লিখন নুর নবীকে ৬মাসের সাজা প্রদানের আদেশ দেন। পরে তাকে থানা পুলিশ কারাগারে পাঠিয়ে দেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিট্রেট মোছাঃ রওনক জাহানকে সহযোগিতা করেন থানার এসআই শামীম, ভ্রাম্যমান আদালতের পেশকার বিজল কুমার দাসসহ পুলিশ ও আনসার সদস্যরা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান এর সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।

উপরে