প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১ ২২:৪৩

সৈয়দপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

নীলফামারীর মাদক মামলায় এক বছর আট মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সফিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। সৈয়দপুর শহরের নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গত রবিবার (২৯ আগস্ট) বিকেলে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দপুর উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের আইসঢাল ডাক্তারপাড়ার মৃত. আমির আলীর ছেলে সফিয়ার রহমান। সে বিগত ২০১৪ সালে চাঁদপুর সদর থানা পুলিশের হাতে গাঁজাসহ আটক হয়। এ নিয়ে সে সময় থানায় মাদক আইনে একটি মামলা হয়। মামলা নম্বর: জি/আর: ৬২০/১৪। ওই মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছিল। এর পর সে জেল থেকে জামিনে বেরিয়ে এসে পলাতক থাকে। এ অবস্থায় তার অনুপস্থিতিতে মামলার রায় দেন বিজ্ঞ আদালত। এতে তার এক বছর আট মাসের সাজা প্রদান করা হয়। পরবর্তীতে আদালত তেকে তার নামে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাটি তামিলের জন্য সৈয়দপুর থানায় পাঠানো হয়। সৈয়দপুর থানা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানামূলে গত শনিবার তাকে  শহরের নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করেন। সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তৈমুর ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আমিনুল ইমলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সফিয়ার রহমান উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল ডাক্তারপাড়ার মৃত. আমির আলী ছেলে।

সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামী সফিয়ার রহমানকে আদালতে সোর্পদ করা হয়েছে।  

 

উপরে