প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১ ২২:৫০

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে শ্রমিকদের ভূমিকা অপরিসীম

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে শ্রমিকদের ভূমিকা অপরিসীম
বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু বলেছেন,বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে রিক্সা, ভ্যান শ্রমিকদের ভূমিকা অপরিসীম।আজও বাংলার গ্রামীণ জনপদের প্রধান যোগাযোগের বাহন রিক্সা, ভ্যান কৃষিপণ্য বাজারে নেয়া থেকে শুরু করে সকল গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা রিক্সা,ভ্যান শ্রমিক সহ পেশাজীবি সকল মানুষের  জীবন মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
 
সোমবার দুপুরে খোট্রপাড়া ইউনিয়ন পরিষদের চত্বরে খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক এর আয়োজনে রিক্সা-ভ্যান শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও খাবার বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি । 
 
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি হিসেবে  খাবার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য  প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।খোট্রপাড়া ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য  আব্দুল্লাহ আল ফারুক সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক মাস্টার,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজিউল হক গাজি,সাধারণ সম্পাদক জালাল উদ্দীন দুদু, আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন,খোট্রপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,আওয়ামী লীগ নেতা  আবুল বাশার,উপজেলা যুবলীগের সদস্য আব্দুর রহিম শাকিল, নারিল্যা ইটালী দাখিল মাদ্রাসার সভাপতি শফিকুল ইসলাম রিদয় প্রমুখ।
উপরে