প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১ ২৩:৪৪

গাবতলীতে মৎস্যজীবি ও চাষীদের সাথে মতবিনিময়

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে মৎস্যজীবি ও  চাষীদের সাথে মতবিনিময়

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার (৩য় দিনে) বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার সোনারায়ে প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সোনারায় ইউপি চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ। মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান আলতাব, উপজেলা মৎস্যজীবিলীগের আহবায়ক পেস্তা মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইয়ন একোয়ার কালচারাল এর প্রতিনিধি মিজানুর রহমান, সোনারায় ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি জিল্লুর রহমান শাকিল মোল্লা, ফারহানা পিনু, মৎস্য অফিসের সাজ্জাদ হোসেন, বিভূতি কুমার প্রামানিক, মৎস্যচাষী আনিছার রহমান, মশিউর রহমান, আব্দুল খালেক, বেলাল হোসেন, মীর হোসেন প্রামানিক, বাবু প্রমানিক, লিপটন, মৎস্যজীবি সাজু মিয়া প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন বহু মৎস্যচাষী ও মৎস্যজীবি নারী-পুরুষ। মতবিনিময়কালে মৎস্য উৎপাদনে সাফল্য ও নানা প্রতিবন্ধকতা ও সমস্যার কথা তুলে ধরা হয় এবং তা সমাধানে উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ বিভিন্ন পরামর্শ দেন।  

উপরে