কাহালু বেতার কেন্দ্র পূর্নাঙ্গভাবে চালু করার দাবীতে মতবিনমিয়

বগুড়ার কাহালু বেতার পূর্নাঙ্গভাবে চালুর দাবীতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলার শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় বগুড়া জেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সভাপতি গৌতম কুমার দাস।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলার শাখার উপদেষ্টা এবিএম জিয়াউল হক বাবলা, এড. মন্তেজার রহমান মন্টু, বগুড়া প্রেসকাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু। সংগঠনের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দাসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, বাঙময় আবৃত্তি চক্রের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান দৌলত, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্য জোটের ডিএম পারভেজ ড্যারিন, বাংলার মুখ জেলা শাখার হাসিবুল হাসান মুন, চর্চা সাংস্কৃতিক একাডেমীর আব্দুল আউয়াল, সপ্তসুর সঙ্গীত একাডেমীর বিমল কবিরাজ, সুর সারগাম সঙ্গীত বিদ্যালয়ের প্রনব স্যানাল, সপ্তসর শিল্পী গোষ্ঠির আসাদ হোসেন, ভাওয়াইয়া পরিষদের মতিয়ার রহমান, করতোয়া নাট্যগোষ্ঠির জয়দেব কুমার দাস, শিল্পকলা একাডেমীর বেগম রোখসানা দিলরুবা, ধিনতানা সাংস্কৃতিক গোষ্ঠির অঞ্জনা আক্তার, বগুড়া পদাতিকের মাহবুবর রহমান মানিক, আতিকুর রহমান মিলন, শাহ কামাল প্রমুখ।
এতে প্রধান অতিথি বলেন, সারাদেশের উচ্চ মতাসম্পন্ন বেতার কেন্দ্রের মধ্যে অন্যতম বগুড়া বেতার কেন্দ্র। উত্তরাঞ্চলের মধ্যে প্রচার সমতার দিক থেকে অধিক মতাসম্পন্ন বেতার কেন্দ্রটি চালু হলে বগুড়ার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বেতার কেন্দ্রটি চালু হলে স্বাস্থ্যসেবা, কৃষি পরামর্শ, নাটক ও অন্যান্য অনুষ্ঠান স্থানীয় ভাষায় শুনতে পারবেন এ অঞ্চলের সাধারণ মানুষ। এ অঞ্চলের সাংস্কৃতিক কর্মীদের জীবনমান উন্নত সহ সাংস্কৃতিক কর্মকান্ড এগিয়ে নিতে দ্রুত কাহালু বেতার কেন্দ্র পূনাঙ্গভাবে চালুর দাবী জানান তিনি।