প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২১ ১৭:০০

পার্বতীপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
পার্বতীপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে এলাকায় মাদক সেবনের দায়ে এক যুবকের দেড় বছর কারাদন্ড ও ১শ’ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক।

বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা এই দন্ড প্রদান করেন।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল-মামুন জানান, বুধবার সন্ধ্যায় পার্বতীপুর রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর মোঃ দেওয়ান জিয়াউর রহমানসহ একদল রেলওয়ে পুলিশ ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারকের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে পার্বতীপুর রেলওয়ে শহরের শহীদ ময়দান সংলগ্ন স্থান থেকে ট্যাপেন্টাডোল মাদক সেবন অবস্থায় মোঃ কাজল ওরফে রকি (২২) কে হাতে-নাতে আটক করে। সে পার্বতীপুর শহীদ ময়দান সংলগ্ন রেলওয়ে সাহেবপাড়া এলাকার মৃত লাল্টুর পুত্র। ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক মাদক সেবনের দায়ে তাকে দেড় বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত কাজলকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উপরে