প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২১ ১৪:০৪

করোনায় রাজশাহী মেডিকেলে আরো ৫ মৃত্যু

অনলাইন ডেস্ক
করোনায় রাজশাহী মেডিকেলে আরো ৫ মৃত্যু

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মারা গেছেন তাঁরা।

মৃতরা রাজশাহীর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও নওগাঁর একজন। রাজশাহীর দুইজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন করোনা সংক্রমণে মারা গেছেন। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে।

আজ শুক্রবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়েছেন।

শামীম ইয়াজদানী আরো জানান, মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। তাঁদের বয়স ৩১ থেকে ৬৫ বছরের মধ্যে। করোনায় মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ২২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৬৬ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৪ জন। মোট ২৮৬টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিল ১৪০ জন। 

উপরে