প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২১ ১৬:১৮

সারিয়াকান্দি উপজেলা পরিষদ উপ-নির্বাচনে এবার ডজন খানেক প্রার্থী!

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
সারিয়াকান্দি উপজেলা পরিষদ উপ-নির্বাচনে এবার ডজন খানেক প্রার্থী!

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার ১৮ আগস্ট মৃত্যুর পর উপজেলা চেয়ারম্যান উপ-নির্বাচনের প্রার্থী নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। সরকারীভাবে এই পদটি শূণ্য ঘোষণা হওয়ার পর ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। ২/১ দিনের মধ্যেই এই উপজেলা পরিষদ চেয়ারম্যান পদকে শূণ্য ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছে। সে হিসেবে এরই মধ্যে সম্ভব্য প্রার্থীরা মাঠে প্রচার-প্রচারনার সরব হয়ে উঠেছেন।

এরই মধ্যে অনেক সম্ভাব্য প্রার্থী প্রয়াত নেতা আব্দুল মান্নান এমপি’র কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারতের মাধ্যেমে উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হওয়ার কথা ঘোষণা দিয়েছেন। এছাড়াও অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া-আর্শিবাদ চেয়ে ভোটারদের কাছে স্ট্যাটাস দিয়েছেন। এছাড়ারও কেউ কেউ প্যানা, ব্যানার, ফেসটুন, পোস্টার সাটিয়ে উপজেলার বিভিন্ন স্থানে প্রচারনা চালাচ্ছেন। তবে এ পর্যন্ত আওয়ামীলীগ থেকে ডজন খানিক সম্ভব্য প্রার্থীর নাম ভোটারদের মুখে শোনা যাচ্ছে।

তবে এ উপজেলার ভোটারদের মুখে যাদের নাম বেশি শোনা যাচ্ছে, তারা হলেন, বর্তমান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বগুড়া জেলা পরিষদের সদস্য মো: রেজাউল করিম মন্টু মন্ডল। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল খালেক দুলুর’ নাম শোনা যাচ্ছে দলের অনেক নেতা-কর্মীর মুখে। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ ছাদত হোসেন, সহ-সভাপতি মো: মমতাজুর রহমান মন্ডল ও সাবেক পৌর মেয়র, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হামিদ সরদার, সাংসদের আস্তাভাজন হিসেবে পরিচিত সাবেক যুবলীগ সভাপতি ও বিগত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুল সালামের নামও শোন যাচ্ছে এবারের উপজেলা উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে। উল্লেখিত ব্যক্তিরা ছাড়াও তিন বারের নির্বাচিত ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আনোয়ারুত তারিক মোহাম্মদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম পটল, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: জাহিদুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুর রশিদ ফারাজি, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী এবারের উপজেলা পরিষদ উপ-নির্বাচনের প্রার্থী হবেন বলে সাংবাদিকদের কাছে মতামত ব্যক্ত করেছেন। তবে রেজাউল করিম মন্টু মন্ডল, আব্দুল হামিদ সরদার ও ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ ছাড়া বাকীরা সবাই দলীয় মনোনয়ন না পেলে প্রার্থী হবেন না বলে মতামত ব্যক্ত করেছেন সাংবাদিকদের কাছে। 

এছাড়াও বিএনপি থেকে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাছুদুর রহমান হিরু মন্ডলের নাম এবারের উপ-নির্বাচনে শোনা যাচ্ছে প্রার্থী হিসেবে।

 

উপরে