প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২১ ১৬:৪৭

নন্দীগ্রামের যৌতুকের মামলায় কলেজ শিক্ষক কারাগারে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামের যৌতুকের মামলায় কলেজ শিক্ষক কারাগারে

বগুড়ার নন্দীগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন মামলায় কলেজ শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশাকে (৪২) কারাগারে পাঠিয়েছেন আদালত। স্ত্রীর দায়েরকৃত মামলায় আদালতে হাজির হলে গত বৃহস্পতিবার বিকেলে বগুড়ার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক একেএম ফজলুল হক শুনানী শেষে জামিন নামঞ্জুর করেন।

শুক্রবার বাদীপক্ষের আইনজীবী রেজাউল করিম মন্টু এতথ্য নিশ্চিত করেছেন। জাহাঙ্গীর আলম উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম পূর্ব একডালা গ্রামের মৃত আকবর আলীর ছেলে ও শাজাহানপুরের কমর উদ্দিন ইসলামী ডেমাজানি কলেজের অস্থায়ী শিক্ষক।

মামলার বিবরণে জানা যায়, জাহাঙ্গীর আলম বাদশার সাথে ২০২০ সালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোসলেম উদ্দিনের কন্যা লিপি খাতুনের (৩৮) বিয়ে হয়। বিয়ের সময় জাহাঙ্গীরকে প্রায় ৫ লাখ টাকার গহনা ও আসবাবপত্র দেয়া হয়। বিয়ের ৯মাস যেতেই স্ত্রীর কাছে শিক্ষকতার চাকুরি স্থায়ী করার দোহাই দিয়ে ১০ লাখ টাকা দাবি করে জাহাঙ্গীর। এনিয়ে সংসারে অশান্তি শুরু হয়। লিপি খাতুন বিষয়টি তার বাবাকে জানালে তিনি ছেলেসহ কয়েকজনকে সাথে নিয়ে গত বছরের ১৪ নভেম্বর জাহাঙ্গীরের বাড়িতে যায়। সেখানে টাকা নিয়ে আসেনাই শুনে পিতার সামনেই কন্যা লিপিকে বেধরক মারপিট করে জাহাঙ্গীর। নির্যাতিতা গৃহবধু লিপিকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। পরে শারিরীক অবস্থার অবনতি হলে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ২৫ নভেম্বর আদালতে অভিযোগ দায়ের করেন ওই গৃহবধু। আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানী শেষে জাহাঙ্গীর আলম বাদশার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

উপরে