প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২১ ১৬:৫৬

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করলে তারা আ.লীগের দলীয় সমর্থন পাবে না

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করলে তারা আ.লীগের দলীয় সমর্থন পাবে না

শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় নির্ধারণ করার পর বাংলাদেশ ব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় প্রার্থীতা সমর্থন পাবার জন্য নেতাকর্মীদের দৌড় ঝাপ তোর জোর গণ সংযোগ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। কিন্তু বর্তমান সরকার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দিবার সিদ্ধান্তে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। যারা দলীয় আদর্শকে জঞ্জলী দিয়ে ব্যক্তি স্বার্থে পছন্দের প্রার্থীকে জয়লাভ করার উদ্দেশ্যে দলের আদর্শ দলের নিদের্শনা অমান্য করে স্বাধীনতা বিরোধী চক্রের সাথে হাত মিলিয়ে নির্বাচন করেছে তারা জাতীয় বেইমান। তাদের আওয়ামীলীগ করার কোন অধিকার নেই। এবার যারা দলের বিপক্ষে কাজ করেছে বা বিদ্রহী প্রার্থী ছিলো তাদের মনোনয়ন পাওয়ার কোন সম্ভাবনা নেই। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ত্যাগী, নির্ভিক ও জনপ্রিয় ব্যক্তিদের মনোনয়ন দিবার ব্যাপারে নির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাই ইচ্ছা করলেই এবার যে কেউ দলীয় মনোনয়ন নিয়ে  নৌকা প্রতীকে ভোট করতে পারবে না। যারা নৌকা প্রতীক নিয়ে জামায়াত, বিএনপি, স্বাধীনতা বিরোধী চক্রের সঙ্গে আতাত করে নৌকার জনপ্রিয়তা তথা আওয়ামীলীগের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করতে চায় তাদের কোন রকমে দলীয় মনোনয়ন দেওয়া হবে না। এটা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তাই আগামী ইউপি নির্বাচনে ত্যাগী, সৎ, নির্ভিক ও জনগণের সঙ্গে সম্পৃক্ত এলাকার জন প্রিয় ব্যক্তিদেরকে মনোনয়ন দেওয়া হবে। যারা দলীয় আদর্শকে জলাঞ্জলী দিয়ে ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করেছে তারা আওয়ামীলীগের দলীয় সমর্থন পাবে না।  তাই আগামী নির্বাচনে ত্যাগী ও জনপ্রিয় নেতাদের পক্ষে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।

শুক্রবার ময়দানহাট্টা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মেজবাউল হক মেজবার  বাস ভবনে এক খুলি বৈঠকে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করাকালীন সময়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত খুলি বৈঠকে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান শেখ,  ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম, ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য হাবিবুর রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামীলী সাধারণ সম্পাদক ওমর ফারুক,  ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি এনামুল হক, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আসালত জামান, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবু নাছের,  উপজেলা যুব মহিলা লীগ সম্পাদক ও ইউপি সদস্য শাহনাজ পারভীন প্রমুখ। 

 

উপরে