পোরশায় প্রয়াত হোমিও চিকিৎসক রফিকুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল

নওগাঁর পোরশায় উপজেলা হোমিওপ্যাথিক পরিষদের সাবেক সভাপতি সদ্যপ্রয়াত ডা. মো. রফিকুল ইসলাম মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হোমিওপ্যাথিক পরিষদের আয়োজনে শুক্রবার বিকালে সারাইগাছী বাজার স্কুল মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. আব্দুল খালেক। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ডা. ডিএমএ জব্বার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পোরশা উপজেলা হোমিওপ্যাথিক পরিষদের সাধারন সম্পাদক ডা. রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক ডা. শরিফুল হক দেওয়ান।
আলোচনা শেষে সদ্যপ্রয়াত ডা. রফিকুল ইসলাম মাস্টারের মাগফিরাত কামনা করে দোয়া এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হোমিওপ্যাথিক চিকিৎসকগন উপস্থিত ছিলেন।