প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২১ ২০:২৭

নন্দীগ্রামে মারপিটে মাদ্রাসা শিক্ষক আহত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে মারপিটে মাদ্রাসা শিক্ষক আহত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মণিনাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফেরদৌস আলী (৪২) নামের এক মাদ্রাসা শিক্ষককে মারপিট করা হয়েছে। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

শনিবার দুপুরে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন জানান, আহত শিক্ষককে চিকিৎসা দেওয়া হয়েছে। আশংকাজনক অবস্থায় ভর্তি হলেও তিনি বর্তমানে ভালো আছেন। গত শুক্রবার সকালে উপজেলার ভাটরা ইউনিয়নের মণিনাগ দক্ষিণপাড়া গ্রামে মারপিটের ঘটনা ঘটে। 

আহতের পরিবার ও স্থানীয়রা জানান, বাড়ির বাইরে সাংসারিক কাজ করছিলেন ছাবের আলীর ছেলে শিক্ষক ফেরদৌস আলী। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষকের ওপর ক্ষিপ্ত হয় প্রতিবেশি সাগর ও কামাল। কথাকাটাকাটির একপর্যায়ে ওই শিক্ষককে বেধরক মারপিট করে প্রতিপক্ষের লোকজন। লাঠির আঘাতে শিক্ষকের মাথা ফেটে গেলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ফেরদৌস আলী সিংড়ার ভুলবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক। 

নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

উপরে