প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৪৬

শাজাহানপুরে শিক্ষার্থীদের ইউনিক আইডি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুরে শিক্ষার্থীদের ইউনিক আইডি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন

বগুড়ার শাজাহানপুরে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরি এবং (ইউআইডি) নম্বর প্রদান বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের(সিআরভিএস) ব্যবস্থাপনার আলোকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে ।

সোমবার সকাল সাড়ে ১০ টায় ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব চার দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ এর সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হাসান,উপজেলা একাডেমী সুপারভাইজার আমিরুল ইসলাম,ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ ইসমাইল হোসেন প্রমূখ ।

চার দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৬১ টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ১০২ জন শিক্ষকগণকে ৪ ব্যাচে মাধ্যমে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরি এবং (ইউআইডি) নম্বর প্রদান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে ।

উপরে