প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৫৬

হিলি সীমান্তে ৯ মাদকসেবীকে অর্থসহ ৬ মাসের কারাদণ্ড

হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
হিলি সীমান্তে ৯ মাদকসেবীকে অর্থসহ ৬ মাসের কারাদণ্ড

দিনাজপুরের হিলি সীমান্তে মাদক বিরোধী অভিযানে ৯ জন চিহ্নিত মাদকসেবীকে ১০০ টাকা জরিমানা সহ ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতটি পরিচালনা করেন হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম।

 
রবিবার দুপুরে উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম জানান, ৯ জন মাদকসেবীকে মাদক সেবনের দায়ে ৬ মাসের জেল ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।এছাড়াও ১০০ টাকা না দিলে আরও ৭ দিনের জেল হবে বলে জানান তিনি। এরা চিহ্নিত মাদক সেবী, এর আগেও তাদের মাদক সেবনের দায়ে জেল-জরিমানা করা হয়েছিলো।
 
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, রবিবার সকালে হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ জনকে মাদক সেবনের সময় তাদের আটক করি। পরে উপজেলা নির্বাহী অফিসার দ্বারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৯ জন মাদক সেবীকে অর্থদণ্ড সহ প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে তাদের দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
উপরে