প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২১ ১৮:০৮

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

প্রেস বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় একহয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের ক্রান্তিলগ্নে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে বিশ্ব আসরে তুলে ধরে যাচ্ছেন। তার নেতৃত্বে দেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তির দিকে ধাবিত করেছেন জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে নিরবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান একমাত্র আওয়ামী লীগ সরকারই দিয়েছে। তাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে মুক্তিযোদ্ধার সন্তানদের দেশ গড়ার কাজে নিয়োজিত থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার বেলা বারোটায় বগুড়া শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি প্রভাষক এইচ এম সুলতান মাহমুদ প্রিন্স এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান সংগঠনের সহ-সভাপতি সৌখিনুজ্জামান খন্দকার, রবিউল আলম লিটন, তৌহিদুজ্জামান লিখন, চন্দন, আকরাম হোসেন জোয়াদ্দার, যুগ্মসম্পাদক আহসানুল কবির জিতু, রাসেল মাহমুদ শাকিল, ওহেদুজ্জামান, পারভেজ মাহমুদ, নোমান, শেরপুর উপজেলা শাখার সহ-সভাপতি শফিউল হাসান সবুজ, যুগ্মসাধারণ সম্পাদক লিটন হক, পৌর শাখার সাধারণ সম্পাদক নয়ন ইসলাম, শামীম হক, প্রণয় সিংহ মুকুল সহ বগুড়া জেলা ও উপজেলা শাখার আমরা মুক্তিযোদ্ধার সন্তান না বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

উপরে