প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২১ ১৬:১০
ঝুমন দাসের মুক্তির দাবিতে

সৈয়দপুরে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ ও মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ ও মানববন্ধন

বুধবার নীলফামারীর সৈয়দপুরে এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ ও মানববন্ধন হয়েছে। সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক নিপীড়নের শিকার, ডিজিটাল আইনে গ্রেপ্তারকৃত ঝুমন দাসের মুক্তির দাবিতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের নীলফামারীর সৈয়দপুর শাখার আয়োজনে ওই মানববন্ধন ও সমাবেশ করা হয়। 

নীলফামারী সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কে বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সদস্য ইফফাত জাহান কলি’র সভাপতিত্বে এতে  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সদস্য কাজী আবুল হাসনাত, উদীচীর  সৈয়দপুর শাখার সহসভাপতি সফিউল আলম রঞ্জু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির স্থানীয় শাখার নেতা কমরেড রুহুল আলম মাস্টার প্রমুখ। 

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক অপু বিশ্বাস সমাবেশটি সঞ্চালনা করেন । এতে উদীচীর সদস্যরা ছাড়াও শহরের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন।

 

উপরে