বগুড়ায় নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুরের জালশুকা খাউড়ার বিলে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগীতা অণুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এই প্রতিযোগীতার উদ্বোধন করেন, প্রধান অতিথি বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়্যারমান এ.কে.এম আছাদুর রহমান দুলু। এসময় উপস্থিত ছিলেন, খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়্যারমান আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম তালেব, সহ-সভাপতি আব্দুল খালেক মাস্টার সহ আরো অনেকে।
এই নৌকা বাইচ প্রতিযোগীতায় বিভিন্ন জেলা থেকে আসা ১৮টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় বিজয়ী দলের জন্য গরু ও রানার্স আপ দলের জন্য খাসি দেওয়া হয়।