প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৫৫

নন্দীগ্রামে মাঠে মাঠে সবুজের সমারোহ, আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে মাঠে মাঠে সবুজের সমারোহ, আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

শস্যভান্ডার হিসেবে পরিচিত বগুড়ার নন্দীগ্রাম। উপজেলার বিভিন্ন মাঠে এখন সবুজের মহারোহ।  সবুজ ফসলের মাঠ প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বিকশিত করে তুলছে। মাঠ ভরা ফসল দেখে কৃষকেদের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের ছোঁয়া যদি প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তাহলে এবার আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। 

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১৯হাজার ৩৭৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার রিধইল মাঠে ধানক্ষেতে ওষুধ প্রয়োগে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা।

কৃষক আকবর আলী বলেন, কৃষি অফিসের সহযোগীতা ও পরামর্শে চাষাবাদকৃত আমন ধান গত বারের চেয়ে এবার ভাল দেখা যাচ্ছে, পোকার আক্রমন খুব কম যদি প্রাকৃতিক দূর্যোগ না আসে তাহলে এবার ভালো ফলন হবে  ইনশাল্লাহ। উপজেলা কৃষি অফিসার আদনান বাবু বলেন, আমন ধানের বাম্পার ফলন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে মাঠ পর্যায়ে আমরা কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করছি। তাই আশা করি বিগত  মৌসুমের মতো এবারও আমন ধানের বাম্পর ফলন হবে। 

উপরে