প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২১ ২২:৩০

গাবতলীতে কৃষকদের মাঝে অর্থ ও কৃষি উপকরণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার
গাবতলীতে কৃষকদের মাঝে অর্থ ও কৃষি উপকরণ বিতরণ

আজ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে খরিফ/২০২১-২০২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গ্রীস্মকালিন পেয়াজ ও নাবী পাট বীজ ফসলের উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান এই উপকরণ বিতরণের উদ্ধোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিবলী খন্দকার, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিম উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, জুলফিকার আলী হায়দার, মাহবুবুর রহমান, মোস্তাফিজার রহমান, আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম স্বপন, উপজেলা মৎস্যজীবিলীগের আহবায়ক পেস্তা মন্ডল, সদস্য সচিব রিমন পাইকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর হযরত আলী হিরণ পাইকার, সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রমূখ। ৮৫জন কৃষককে জনপ্রতি ২হাজার ৮শত টাকা, পেয়াজ বীজ, সার, পলেথিন, দডি, বাইল নাশক দেয়া হয়। এছাড়া ৩০জন কৃষককে জনপ্রতি ২হাজার ৬শত ৩০টাকা, সার ও সাইনবোর্ড দেয়া হয়। তবে অর্থ সহয়তা ব্যাংকের মাধ্যমে দেয়া হয়।

উপরে