প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২১ ২২:৩২

গাবতলীতে প্রাতিষ্ঠানিক ১২টি পুকুরে ৪’শ ১৮কেজি পোনা মাছ অবমুক্ত

ষ্টাফ রিপোর্টার
গাবতলীতে প্রাতিষ্ঠানিক ১২টি পুকুরে ৪’শ ১৮কেজি পোনা মাছ অবমুক্ত

আজ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় জলাভূমি এবং বর্ষা প্লাবিত ধানক্ষেত/প্লাবন ভুমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তি কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে। প্রথমে উপজেলা পরিষদ পুকুরে পরে মডেল থানা পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে এই উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, ওসি (তদন্ত) জামিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম স্বপন, উপজেলা মৎস্যজীবিলীগের আহবায়ক পেস্তা মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর হযরত আলী হিরণ পাইকার, সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ, প্রকল্প ক্ষেত্র সহকারী সাজ্জাদ হোসেন, বিভূতি কুমার প্রমূখ। উপজেলার ১২টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৪শত ১৭.৮৪ কেজি বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে রুই মাছ ১৬৭.১৩কেজি, কাতলা ৮৩.৫৮কেজি ও মৃগেল ১৬৭.১৩কেজি মাছ। যে ১২টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৪শত ১৭.৮৪ কেজি বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করা হয়েছে সে গুলো হলো উপজেলা পরিষদ পুকুরে ৮০কেজি, মডেল থানা পুকুরে ৮০কেজি, সহকারী কমিশনার ভুমি অফিস পুকুরে ২০কেজি, লাঠিগঞ্জ তহশিল অফিস পুকুরে ২৫কেজি, সোন্দাবাড়ী এতিমখানা পুকুরে ২৫.৭৬কেজি, চকডঙর আদর্শ গ্রাম পুকুরে ৩০কেজি, বুরুজ আদর্শ গ্রাম পুকুরে ৩০কেজি, রামেশ^রপুর নিশুপাড়া জামে মসজিদ পুকুরে ৩২কেজি, রামেশ^রপুর নুরুন নাহার এতিম খানা পুকুরে ২৫কেজি, রামেশ^রপুর সাতচুয়া জামে মসজিদ পুকুরে ২০কেজি, আটবাড়িয়া আদর্শ গ্রাম পুকুরে ৩০কেজি, আটবাড়িয়া উঃপাড়া জামে মসজিদ পুকুরে ২০.০৮কেজি বলে উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ জানিয়েছেন।

উপরে