প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাসুয়ার আঘাতে স্বামী-স্ত্রী আহত

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হাসুয়ার আঘাতে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছে। এবিষয়ে দুই জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়ার লকমা গ্রামে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ষটি নিশ্চিত করেন পাঁচবিবি থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব।
তিনি জানান, বুধবার বিকেলে উপজেলার লকমা গ্রামে আনোয়ার হোসেন ও তার স্ত্রী নিলুফা বেগম তাদের নিজ জায়গায় প্রাচীর নির্মাণ করছিলেন। এসময় প্রতিপক্ষ উপজেলার রাধাবাড়ি গ্রামের গোলজারের ছেলে আতিকুল (২৮), রতনপুর গ্রামের সেকেন্দারের ছেলে শাকিব (৩৫), পশ্চিম কড়িয়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে করিম (৫০) ও মীর শহিদ (৪৫), করিমের স্ত্রী বিলকিস (৪৫), আতিকুলের স্ত্রী সুমাইয়া (২৫) ও মাতাইশ মঞ্জিলের মফিজ উদ্দিনের ছেলে মশিউর রহমান মিন্নুর (৩৫) এসে প্রাচীরটি ভাঙাতে শুরু করে। এসময় আনোয়ার হোসেন ও তার স্ত্রী নিলুফা বেগম বাঁধা দিলে তারা দেশিও অস্ত্র হাসুয়া, লোহার রড, কাঠের বাটাম ও লাঠি দিয়ে তাদের এলোপাথাড়ি মারতে শুরু করে। সে সময় নিলুফা বেগমের মাথা সহ বিভিন্ন স্থানে হাসুয়া দ্বারা আঘাত করলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে প্রতিপক্ষরা আনোয়ার হোসেনর ডান হাতে হাসুয়া দিয়ে চট মারে। এতে হাতের কব্জির মাংস কেটে পড়রে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও জানান, আহত আনোয়ার হোসেনের ছেলে শাহিদ হোসেন বাদি হয়ে থানায় ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাতে আমরা ২ জন আসামিকে গ্রেপ্তার করি এবং জেল হাজতে পাঠায়। বাঁকি আসামিদের আটকের অভিযান চলছে।