প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:২২

সাপাহারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
সাপাহারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন এর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় ক বিভাগ থেকে ১ম স্থান অধিকার করেছে মো: আল হাসিফ, আল- হেলাল ইসলামি একাডেমি, খ বিভাগে ১ম স্থান অধিকার করেছে রাশেদ মোজাহিদ, আল- হেলাল ইসলামি একাডেমি।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে ১ম স্থান অধিকার করেছে ফাহমিদা জান্নাত, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খ বিভাগে ১ম স্থান অধিকার করেছে ফাহমিদা জাহান, জয়পুর রাজ্যধর প্রাথমিক বিদ্যালয়।

গ বিভাগে ১ম স্থান অধিকার করেছে সানজিদা শরিফ, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের মধ্যে ঘ বিভাগে ১ম স্থান অধিকার করেছে মোজাহিদুল হক, সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, সহকারি শিক্ষা অফিসার অসিম কুমার সাহা, সন্তোষ কুমার কুন্ডু উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য,  একাডেমিক সুপার ভাইজার নাজমা আক্তার, তথ্যসেবা কর্মকর্তা শারমিন আক্তার, মডেল স্কুলের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, জয়পুর রাজ্যধর স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমূখ।

শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

উপরে