প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১ ২১:২৭

অবৈতনিক শিক্ষা কার্যক্রমের মধ্যদিয়ে নিরক্ষরমুক্ত জাতি গড়বো: বাদশা

প্রেস বিজ্ঞপ্তি
অবৈতনিক শিক্ষা কার্যক্রমের মধ্যদিয়ে নিরক্ষরমুক্ত জাতি গড়বো: বাদশা

বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতিই উন্নতি লাভ করতে পারে না। ফলে সবুজ স্বপ্ন ফাউন্ডেশন বগুড়া সদরের পৌরসভা এলাকার ২১টি ওয়ার্ডে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ, চায়ের স্টলে চা বিক্রেতা, শিশু শ্রমিকদের চিহ্নিত পূর্বক নিজস্ব অর্থায়নে শিক্ষা সহায়ক উপকরণ, শিক্ষকদের বেতনভাতাদি প্রদানসহ নানা সুযোগ-সুবিধা প্রদানের মধ্যদিয়ে সুস্থ্য সমাজ গঠন, মানবিক মুল্যবোধ সম্পন্ন মানুষ তৈরির নিমিত্তে প্রি-প্রাইমারি স্কুল স্থাপন করছে।

শুক্রবার বিকেলে বগুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাদুরতলা এলাকায় অবৈতনিক সবুজ স্বপ্ন শিক্ষালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া পৌর মেয়র প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।  

সবুজ স্বপ্ন ফাউন্ডেশন ও ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান খায়রুল আলম লাখিন সভাপতির বক্তব্যে বলেন, শিক্ষিত জাতিই পারে বিশ্বকে অনেক কিছু দিতে। আমাদের দেশ একসময় নিরক্ষরতায় চ্যাম্পিয়ন ছিল। কিন্তু বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সরকার উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মধ্যদিয়ে নিরক্ষরমুক্ত বাংলাদেশ উপহার দিয়েছেন। সরকারের পাশপাশি আমরাও চেষ্টা করছি অবৈতনিক শিক্ষা কার্যক্রমের মধ্যদিয়ে নিরক্ষরমুক্ত শিক্ষিত জাতি গড়তে। 

অনুষ্ঠনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম ডাবলু, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারুক সাখিনা শিখা, জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এডোনিস বাবু তালুকদার, রোচাস রেস্টুরেন্টের পরিচালক তহমিনা পারভিন শ্যামলী, পুলিশিং কমিটির সদস্য সৈয়দ আব্দুর রহমান, ৫নম্বর ওয়ার্ড সবুজ স্বপ্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভানেত্রী মারিয়া খানম শিমুসহ প্রমুখ। 

 

উপরে