প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৫০

বানারীপাড়ায় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠল বিদ্যাপীঠ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠল বিদ্যাপীঠ

করোনা মহামারীর কারনে বন্ধ থাকার দীর্ঘ দেড় বছর পরে বরিশালের বানারীপাড়ায় শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠল বিদ্যাপিঠগুলো। যেন প্রাণ ফিরে পেলো শিক্ষার আলো ছড়ানো এ প্রতিষ্ঠানগুলো।  

রবিবার সকাল সাড়ে ৯টায় ক্লাস শুরু হলেও তার অনেক আগেই শিক্ষার্থীরা তাদের প্রিয় বিদ্যাপীঠে এসে হাজির হয়। দীর্ঘ দিন পরে সহপাঠি ও শিক্ষকদের সান্নিধ্য পেয়ে তারা দারুন খুশি ও উচ্ছ্বসিত। স্বাস্থ্য বিধি মেনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা,বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার,বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সম্পাদক সুজন মোল্লা,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরির্দশন করে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

উপরে