প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১ ২১:৪২

বিধবা নারীর বসতবাড়ি নির্মাণে বাঁধা, থানায় অভিযোগ

আদমদীঘি(বগুড়া) সংবাদদাতা
বিধবা নারীর বসতবাড়ি নির্মাণে বাঁধা, থানায় অভিযোগ

বগুড়ার আদমদী‌ঘির সান্দিড়ায় বিধবার বসতবাড়ি নির্মাণে বাঁধা দেয়ার অভিযোগে ৪ প্রতিবেশির বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ভুক্তভোগি বিধবা নারী মেহেরুন নেছা।

পুলিশ বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করবে বলে আশ্বাস দিয়েছেন ঐ বিধবা নারীকে ।

অভিযোগ সুত্রে জানাযায়, আদমদীঘির সান্দিড়া গ্রামের খাঁ পাড়ার মৃত ফারেশ আলীর স্ত্রী মেহেরুন নেছা তার তিন শতক জমিতে বসত বাড়ি তৈরীর উদ্দেশ্যে বাঁশ ও টিনসহ অন্যান নির্মাণ সামগ্রী প্রস্তুত করে গত  শনিবার বসবাসের জন্য ঘড় নির্মানের প্রস্তুতি নিচ্ছেন। এসময় একই গ্রামের আফের আলীর ছেলে মকবুল খান, তার ছেলে রিদয় খান, আব্দুল খালেকের ছেলে বাদশা ও আসলাম খানের ছেলে স্বপন হোসেন ঘড় নির্মানে বাঁধা দেন।

এসময় বিধবা নারী কারন জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকি দিয়ে বসতবাড়ী নিমান বন্ধ করে দেয়। বিধবা নারী কোন উপায় না পেয়ে রবিবার থানায় একটি লিখিত অভিযোগ করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

উপরে