প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১ ২১:৪৬

সারিয়াকান্দিতে ৬টি জলাশয়ে ৪১০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
সারিয়াকান্দিতে ৬টি জলাশয়ে ৪১০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ

সারিয়াকান্দিতে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বিভিন্ন পুকুরে ৪১০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

উপজেলায় আমিষ জাতীয় খাদ্যের অভাব দূর করতে এবং মাছের উৎপাদন বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মৎস অফিসের রাজস্ব খাত থেকে পোনা মাছ ক্রয় করা হয়েছে।

জানা গেছে, বিনা মূল্যে বিতরণ করার উদ্দেশ্যে বিভিন্ন পুকুরে ওই পরিমাণ মাছগুলি বিতরণ করা হয়।

পুকুরগুলি হলো, সারিয়াকান্দি ইউনিয়নের তিতপরল কোলাতে ৯০ কেজি, দেলুয়াবাড়ী বিলে ১০০ কেজি, কাজলা ইউনিয়নের টেংরাকুড়া আদর্শ গ্রাম পুকুরে ৩০ কেজি, পাকের দহ বিলে ৭০, চালুয়াবাড়ী ইউনিয়নের সুজালের পাড়া আদর্শ গ্রাম পুকুরে ৪০ কেজি, শিমুলতাইড় গুচ্ছ গ্রাম পুকুরে ৮০ কেজি পেনা মাছ অবমুক্ত করা হয়েছে। সকাল ১০টায় সারিয়াকান্দি দেলুয়াবাড়ী বিলে স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান এ অবমুক্ত করণ কাজের উদ্বোধন করেন।

এ সময় সাংসদ ছেলে সাকাওয়াত হোসেন সজল, সারিয়াকান্দি পৌর মেয়র মো: মতিউর রহমান মতি, উপজেলা মৎস্য অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মার্জিয়া আক্তার বানু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মমতাজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু সহ অন্যান্য দপ্তরের সরকারী কর্মকর্ত-কর্মচারী, আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও মৎস্য চাষীরা এ সময় উপস্থিত ছিলেন।  

উপরে