প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১ ২০:২৯

সাপের দংশনে ৩ সন্তানের জননীর মৃত্যু

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
সাপের দংশনে ৩ সন্তানের জননীর মৃত্যু

সাপের দংশনে ৩ সন্তানের জননীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর পুষনা গ্রামে। মৃত্যু জননীর নাম মোমেনা বেগম (৩৫)। 

রবিবার রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী বিছানায় ঘুমিয়ে পড়েন। মধ্য রাতে মোমেনা বেগমের পায়ে সাপ দংশন করলে তার স্বামীকে বিষয়টি জানায়। দংশনের বিষয়টি গুরুত্ব না দিয়ে তারা আবার ঘুমিয়ে পড়লে ভোর ৫ টার দিকে বিষের যন্ত্রনা শুরু হলে তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মোমেনা বেগমকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রংপুওে নেয়ার পথে তার মৃত্যু হয়। মোমেনা বেগম কিশোরগঞ্জ ইউনিয়নের উত্তর পুষনা গ্রামের মোজাফফর হোসেন বাবুর স্ত্রী। তার ৩ সন্তান রয়েছে।   

কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ সাপে দংশনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উপরে