প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১ ১৭:১১

বগুড়ার পল্লীমঙ্গলে বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ার পল্লীমঙ্গলে বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

টিএমএসএস মানবাধিকার ও জেন্ডার বিভাগের বাস্তবায়নে এবং এইচইএম সেক্টর ও কৈশোর কর্মসূচীর আয়োজনে বগুড়া সদরের পল্লীমঙ্গলে বাল্য বিয়ে ও যৌতুক প্রতিরোধে বুধবার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

টিএমএসএস পল্লীমঙ্গল শাখা অফিসে উক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাখারিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক কামরুল হুদা। টিএমএসএস’র পরিচালক আব্দুস সালাম এর সভাপতিত্বে ওরিয়েন্টেশনে কিশোর-কিশোরী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন টিএমএসএস’র পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান, যুগ্ম পরিচালক কামরুজ্জামান খাঁন, উপ-পরিচালক সাজ্জাদ হোসেন, কিশোরী কর্মসূচীর এপিসি মেহেদী হাসান এবং পিও সুয়াইবা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কিশোরীবৃন্দের উদ্দেশ্য বক্তারা বলেন, এই বয়সে ভুল পথে গিয়ে বিপদগামী হওয়া থেকে অভিভাবক সহ সকলকে সচেতন হতে হবে এবং সন্তানদেরকে সঠিক নির্দেশনা দিতে হবে। বক্তারা বাল্য বিয়ে এবং যৌতুক প্রথা দূর করতে সকলকে এক সাথে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন। সভা পরিচালনা করেন মানবাধিকার কর্মী ও টিএমএসএস’র কর্মকর্তা সাহানা আফরোজ খানম।

উপরে