প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১ ১২:০৯

সরকারের পাশাপাশি বিত্তবানদেরও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে

প্রেস বিজ্ঞপ্তি
সরকারের পাশাপাশি বিত্তবানদেরও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে

বগুড়ার জেলা প্রশাসক মো: জিয়াউল হক বলেছেন,বর্তমান সরকার ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গঠনে কাজ করছে। অসহায় মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করছে। 

সরকারের পাশাপাশি বিত্তবানদেরও অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে হবে। মুনলাইট চিলড্রেনস হোমের কার্যক্রমকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ ধরনের উদ্যোগের কারনে কিছু ইয়াতিম শিশু তাদের সুন্দর জীবন গঠনের সুযোগ পেয়েছে। তারা মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে। 

বগুড়া শহরের চন্দনবাইশা রোড়ের নাটাইপাড়ায় মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি পরিচালিত ইয়াতিম শিশুদের আধুনিক নিরাপদ বাসস্থান মুনলাইট চিলড্রেনস হোম এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার বিকেলে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি পরিচালিত এই হোমস এর ফিতা কেটে উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মো: জিয়াউল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি জান্নাতুল বাকিয়া মুনমুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো: কাওছার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু,বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, উপদেষ্টা মো: এনামুল হক, কনসালটেন্ট লামিহা হক, সমন্বয়কারী শহিদুল ইসলাম তুষার, আবাসিক শিক্ষার্থী শ্রাবনী আক্তারসহ অনেকেই।

জেলা প্রশাসক পরে চিলড্রেনস হোম ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে কথা বলেন।

উপরে