গাবতলীতে শিক্ষক সুজাকে লাঞ্ছিত করায় সুজনের নিন্দা

বগুড়ার গাবতলী উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও নাড়ুয়ামালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সুজন-সুশাসনের জন্য নাগরিক গাবতলী উপজেলা কমিটির সদস্য সাজ্জাদুর রহমান সুজাকে জনৈক লুৎফর রহমান লিটন ও তার সহযোগিরা লাঞ্ছিত করায় ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
বিবৃতিতে অবিলম্ভে দোষি ব্যক্তিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়েছে। বিবৃতিদাতারা হলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক গাবতলী উপজেলা কমিটির সহ-সভাপতি ডাঃ মোস্তফা কামাল, সাজেদুর রহমান মোহন, মাহবুবুর রহমান ছোটন, সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক নাছরিন সুলতানা, কোষাধ্যক্ষ ফজলুল হক বাবলু, নির্বাহী সদস্য কান্তি কুমার রায়, ইফতেখার আহম্মেদ রাঙ্গা, প্রভাষক আবু নছর মোহাম্মদ আলম, মতিয়ার রহমান দুলু, মিনা বেগম, গাজী নাহিদ চৌধুরী সায়েম, মিলি বেগম, ডাঃ শাহাদৎ হোসেন, আব্দুস সালাম, বিউটি আকতার, আতাউর রহমান প্রমূখ।