হাকিমপুরে কাওছারের উদ্যোগে চক্ষু শিবির

দিনাজপুরের হাকিমপুরে দীপ আই কেয়ার ফাউন্ডেশনের চক্ষু শিবিরটি বিনামূল্যে হতদরিদ্রদের চিকিৎসা দিচ্ছে। আয়োজনে উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার রহমান।
শনিবার সকাল থেকে হাকিমপুর উপজেলার নয়ানগর উচ্চ বিদ্যালয়ে চক্ষু শিবিরটি প্রায় ৫ শতাধিক অসহায়দের চক্ষু সেবা দিবে।
হাকিমপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও উপজেলার ১ নং খট্রা-মাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার রহমান বলেন, অত্র ইউনিয়নে অনেক অসহায় ও হতদরিদ্র মানুষ আছে, যারা অর্থের অভাবে চোখের চিকিৎসা করতে পারছেন না। এই সব অসহায় মানুষদের বিনামূল্যে আজ চোখের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি। সবার চোখ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যাদের চোখ অপারেশন করা হবে, তাদের রংপুর দীপ আই কেয়ার চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে দুইদিন সেখানে রোগীদের অপারেশনের জন্য রাখা হবে। পরে তাদের সব চিকিৎসা এবং ঔষধ দিয়ে আবারও যথা স্থানে পৌঁছে দেওয়া হবে।