টিএমএসএস এখন এশিয়ার অন্যতম একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে: ড. হোসনেআরা

নির্বাহী পরিচালক ড. হোসনেআরা বেগম বলেন, টিএমএসএস একদিন ছোট্ট একটি কুঠির ঘরে যাত্রা শুরু করেছিল। আজ টিএমএসএস এশিয়ার অন্যতম একটি প্রতিষ্ঠান। টিএমএসএস এ ১৪ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। যারা এই প্রতিষ্ঠানে চাকুরি করেন তারা অবশ্যই টিএমএসএস এর ছোট্ট একটি মুদি দোকান থেকে শুরু করে বৃহত্তর ইন্ড্রষ্ট্রিজের একজন গর্বিত সহকর্মী। এই প্রতিষ্ঠান একদিনে গড়ে ওঠেনি। তিলেতিলে এই প্রতিষ্ঠানকে আমি গড়ে তুলেছি। আমি ও শ্যামলীর মত একজন নারী। শ্যামলীর চেয়েও আমার মূলধন বা পুজি বেশি ছিল না। টিএমএসএসকে ভাল বেসে সকল কর্মকর্তা-কর্মচারীকে এই প্রতিষ্ঠানের যে সব ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। সেই প্রতিষ্ঠানের সকল পণ্য যদি বাজারে পণ্যের চেয়ে উৎকৃষ্ট মানের ও সম মূল্য হয়ে থাকে তবে আমার প্রতিষ্ঠানে সকল কর্মকর্তা কর্মচারীকে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল পণ্য এই প্রতিষ্ঠানের সার্থে ক্রয় করার জন্য আহ্বান জানান।
তিনি আরো বলেন, উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র টিএমএসএস-মম ইন বিনোদন জগৎ এশিয়ার সর্ব বৃহৎ বিনোদন কেন্দ্র মম ইন বিনোদন জগৎ পার্ক। তিনি শনিবার নিউ শ্যামলী বিরিয়ানী হাউজ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন চিফ প্রোগ্রাম সেক্টর জাকির হোসেন, নির্বাহী পরিচালকের একান্ত সচিব ফেরদাউস হোসেন, মম-ইন বিনোদন জগতের ব্যবস্থাপক রাফি উদ্দিন এহসান, মম ইন ভিন্ন জগৎ বিনোদন বাস্তবায়নে কারু শিল্পী শাহ আলম, বিরিয়ানী হাউজের স্বত্বাধীকারি শ্যামলী আক্তার প্রমুখ। তিনি শ্যামলী বিরিয়ানী হাউজের উত্তরউত্তর সাফল্য কামনা করে সকলকে সহযোগীতা কারার আহ্বান জানান।